প্রাথমিক বিদ্যার্থীদের জন্য জ্যামিতি/রেখা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

testwiki থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
imported>Salil Kumar Mukherjee
সম্প্রসারণ
 
(কোনও পার্থক্য নেই)

১১:৫৬, ৪ জানুয়ারি ২০২২ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ

টেমপ্লেট:Navigate

রেখা

বিন্দুর মতই রেখার কোন প্রস্থ নেই। কিন্তু এর দৈর্ঘ্য আছে। রেখা অসীমভাবে সরু এবং এতে রয়েছে অসীম সংখ্যক বিন্দু (একটি সোজা লাইনে), এটি সবসময় উভয় দিকে প্রসারিত হতে থাকে। এটা মনে রাখবে যে, বাস্তব জীবনে একটি একটি করে বিন্দু সোজা লাইনে বসিয়ে রেখা তৈরী করা অসম্ভব, তাই সাধারণত আমরা একটি সোজা লাইন টেনে এর দুই প্রান্তে তীর চিহ্ন দিয়ে রেখা অঙ্কন করি। যেকোন দুইটি রেখা শুধুমাত্র একটি বিন্দুতে ছেদ করে। একই তলে থাকা রেখাগুলি সমতলীয় হয়।

রেখাংশ

রেখাংশ হলো একটি রেখার অংশ, যার দুইটি প্রান্তবিন্দু আছে। প্রান্তবিন্দু থাকার কারণে রেখাংশের নির্দিষ্ট বা সীমিত দৈর্ঘ্য আছে।

AB এবং CD রেখাংশকে এভাবে লেখা যেতে পারে AB এবং CD

রশ্মি

যার শুধু একটিমাত্র প্রান্তবিন্দু আছে, তাকে রশ্মি বলে। রশ্মির এক প্রান্ত অসীম। এর অর্থ হচ্ছে এটিকে সব সময় একদিকে যত খুশি সম্প্রসারণ করা যায়। বাস্তবে যেহেতু এমনটি করা অসম্ভব, তাই আমরা সাধারণত একপ্রান্তে তীরচিহ্নযুক্ত একটি রেখা আঁকি। AB রশ্মিকে এভাবে প্রকাশ করা যায়:AB.

টেমপ্লেট:বইয়ের বিষয়শ্রেণী