উইকিশৈশব:গণিতে হাতেখড়ি/গুণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য
পরিভ্রমণে চলুন
অনুসন্ধানে চলুন
imported>MdsShakil সম্পাদনা সারাংশ নেই |
(কোনও পার্থক্য নেই)
|
১০:১০, ২৫ জানুয়ারি ২০২৩ তারিখে সম্পাদিত সর্বশেষ সংস্করণ
যোগের সংক্ষিপ্ত রূপ বা নিয়মকে গুণ বলে। গুণকে সচরাচর আড়াআড়ি ক্রস চিহ্ন দ্বারা সূচিত করা হয়। গুণে ব্যবহৃত সংখ্যার অভ্যন্তরে বিন্দু বসিয়ে এবং চলকের ক্ষেত্রে একে অপরকে পাশাপাশি বসিয়ে গুণকে নির্দেশ করা হয়। এছাড়াও, কম্পিউটারের ক্ষেত্রে সংখ্যার মধ্যে তারাচিহ্ন বসিয়ে গুণকে নির্দেশ করা হয়ে থাকে। যদি তোমার কাছে ৪টি আপেল গাছ থাকে এবং প্রতিটি গাছে ২৫টি করে আপেল থাকে তবে তোমার কাছে মোট ১০০টি আপেল রয়েছে। এটাকে ৪ × ২৫ = ১০০ বা ২৫ + ২৫ + ২৫ + ২৫ = ১০০ এমন করে দুইভাবে গাণিতিক সমাধান করা যায়।
২৫ কে ৪ দিয়ে গুণ করা ২৫ কে চারবার যোগ করার সমান।
গুণের ক্ষেত্রে সামনে পিছনে বা আগে পরে সংখ্যা বসানোটা গুরুত্বপূর্ণ নয়। ২ × ৩ যা ৩ × ২ তাই।
প্রশ্নের উদাহরণ
- ১০৫০ × ১৮৫৯
- ১২০ × ১১
- ১৩২ × ১২০