ক্যালকুলাস/অন্তরীকরণ/সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের অন্তরজ

testwiki থেকে
imported>MdsShakil কর্তৃক ১৯:৫৩, ৩ এপ্রিল ২০২৪ তারিখে সংশোধিত সংস্করণ (+{{বইয়ের বিষয়শ্রেণী}})
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

সূচকীয় ও লগারিদমীয় ফাংশন

y=f(x)=ax আকারের ফাংশনসমূহকে সূচকীয় ফাংশন বলা হয়, যেখানে a>0 এবং a1। এরূপ ফাংশনের ডোমেন হলো স্বাভাবিক সংখ্যার সেট এবং রেঞ্জ (0,)

f(x)=ax ফাংশনের জন্য,

ax1+x2=ax1ax2
(ax1)x2=ax1x2
a0=1, a1x=ax এবং ax=1ax

a^x এর অন্তরজ নির্ণয়

(ax) =limΔx0[ax+ΔxaxΔx]
=limΔx0[axaΔxaxΔx]
=limΔx0[ax(aΔx1)Δx]
=axlimΔx0[aΔx1Δx]

মনে করি, M(a)=limΔx0[aΔx1Δx], এবং তাই, (ax)=M(a)ax টেমপ্লেট:কলনবিদ্যা/সংজ্ঞা সূচক ফাংশন একটি এক-এক ফাংশন। সুতরাং এর বিপরীত ফাংশন বিদ্যমান, যাকে লগারিদমীয় ফাংশন বলা হয়। f(x)=y=ax এর বিপরীত ফাংশন হবে logay=f1(y)=x. f(x)=logax আকারের ফাংশনকে লগারিদমীয় ফাংশন বলে, যেখানে লগারিদমের ভিত্তি, a>0 এবং a1

e ভিত্তিক লগারিদমকে স্বাভাবিক লগারিদম বলা হয়। x এর স্বাভাবিক লগারিদম loge(x) বা ln(x), এবং w=ln(x) হলে, ew=x। যেহেতু ew>0, সুতরাং x>0। মনে করি,

ln(a) =p
ep =a
eln(a) =a
(eln(a))x =ax
(ax) =(exln(a))

যেহেতু ln(a) একটি ধ্রুব সংখ্যা, সুতরাং গুণফল, ভাগফল ও সংযোজিত ফাংশনের অন্তরজ অংশের উদাহরণ - 6 হতে লেখা যায়, (exln(x))=ln(a)(exln(x))(xln(x)) =ln(a)exln(x) =axln(a)টেমপ্লেট:কলনবিদ্যা/গুরুত্বপূর্ণ সূত্র সুতরাং, M(a)=ln(a)=limp0ap1p

দুটি ধনাত্মক সংখ্যা x1 এবং x2 এর জন্য,

ln(x1x2)=ln(x1)+ln(x2)

ln(x) এর অন্তরজ

মনে করি,

w =ln(x)
ew =x
(eln(x)) =x
(ln(x))(ew)(w) =1
(ln(x)) =1(ew)(w)
=1ew
=1x

টেমপ্লেট:কলনবিদ্যা/গুরুত্বপূর্ণ সূত্র

লগারিদমীয় অন্তরীকরণ (Logarithmic Differentiation)

মনে করি f(x) একটি ফাংশন এবং f(x)>0। সংযোজিত ফাংশনের অন্তরজের সূত্র হতে পাই,

(ln(f))(x) = (ln(f))(f)f(x)
f(x) = (ln(f))(x)(ln(f))(f)
= (ln(f))(x)1f
= f(x)(ln(f))(x)

টেমপ্লেট:কলনবিদ্যা/গুরুত্বপূর্ণ সূত্র

উদাহরণ - 1:

xx এর অন্তরজ,

(xx) = (xx)(ln(xx))
= (xx)(xln(x))
= (xx)(x(ln(x))+ln(x)x)
= (xx)(1+ln(x))
উদাহরণ - 2:

যেকোনো বাস্তব সংখ্যা r এর জন্য xr ধনাত্মক হলে, এর অন্তরজ,

(xr) = (xr)(ln(xr))
= (xr)(rln(x))
= (xr)(rx1)
= rxr1

আবার, xr ঋণাত্মক হলে x ধনাত্মক এবং |r| বিজোড় সংখ্যা হবে। এক্ষেত্রে,

(xr) = ((xr))
= (xr)
= (xr)
= rxr1

অর্থাৎ, যেকোনো বাস্তব সংখ্যা r এর জন্য xr এর অন্তরজ, (xr)=rxr1

আমরা দেখেছি, স্বাভাবিক লগারিদমের ভিত্তি e যা একটি ধ্রুব সংখ্যা। তবে e এর মান কত তা এই উইকিবইয়ে এখন পর্যন্ত নির্ণয় করা হয় নি। সুতরাং e এর মান নির্ণয় করা গুরুত্বপূর্ণ। e এর মান নির্ণয়ে সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতি হলো একটি ধারার সাহায্যে নির্ণয় করা। ধারাটি নিম্নরূপ: টেমপ্লেট:কলনবিদ্যা/গুরুত্বপূর্ণ সূত্র সুইস গণিতবিদ লিউনার্দ অয়লার (১৫ এপ্রিল ১৭০৭ – ১৮ সেপ্টেম্বর ১৭৮৩) সর্বপ্রথম এই ধ্রুবকের জন্য e বর্ণ ব্যবহার এবং এর মান নির্ণয়ের জন্য উক্ত অসীম ধারা ব্যবহার করেন। এ ধারা নির্ণয়ে টেইলরের সূত্র ব্যবহার করা হয়েছে, যা পরবর্তীতে আলোচনা করা হবে। তবে একটি লিমিটের সাহায্যেও এ সংখ্যার মান নির্ণয় করা যায়।

আমরা জানি, ln(1)=0 এবং মনে করি, k=1Δx। আমরা লিখতে পারি,

ln[(1+1k)k] = kln(1+1k)
= 1Δxln(1+Δx)
= ln(1+Δx)ln(1)Δx

এখন,

limΔx0ln(1+Δx)ln(1)Δx =(ln(x))(1) =11 =1

যেহেতু, k=1Δx, অর্থাৎ, Δx0 হলে k। সুতরাং,

limk[(1+1k)k] = limk[eln(1+1k)k]
= elimk[ln(1+1k)k]
= e1 =e

টেমপ্লেট:কলনবিদ্যা/গুরুত্বপূর্ণ সূত্র


টেমপ্লেট:Status টেমপ্লেট:বইয়ের বিষয়শ্রেণী