ক্যালকুলাস/অন্তরীকরণ/অন্তরীকরণের সংজ্ঞায়ন

testwiki থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

একটি নির্দিষ্ট চলকের সাপেক্ষে অন্য কোনো চলকের পরিবর্তনের হার নির্ণয় করারকে অন্তরীকরণ বলে। আরেকটু স্পষ্ট করে বললে, কোনো ফাংশন f(x)-এর লেখচিত্রের একটি বিন্দু যদি হয় P, তবে উক্ত বিন্দুতে অঙ্কিত স্পর্শক রেখার ঢাল নির্ণয় করাই হলো অন্তরীকরণ। এক্ষেত্রে আমরা জানি, ঢাল হলো xস্থানাঙ্কের পরিবর্তনের সাপেক্ষে yস্থানাঙ্কের পরিবর্তনের হার।

স্পর্শক রেখা (Tangent line)

স্পর্শক রেখার সংজ্ঞায়নের পুর্বে সিকেন্ট রেখার (Secant line) সংজ্ঞায়ন করে নেওয়া ভালো। মনে করি, f(x) একটি ফাংশন, যার লেখচিত্র ডানের চিত্রের ন্যায়। P এবং Q যদি দুটি বিন্দু হয়, যাদের স্থানাঙ্ক যথাক্রমে P(x0,f(x0)) এবং Q(x0+h,f(x0+h)), তবে PQ গামী সরলরেখা, অর্থাৎ PQ, f(x)-এর একটি সিকেন্ট লাইন হবে। x স্থানাঙ্কের পরিবর্তন বা পার্থক্য h; তাই, ধরি, Δx=h এ সরলরেখার ঢাল =ΔfΔx =f(x0+h)f(x0)h

স্পর্শক রেখার ক্ষেত্রে, f(x) এর সিকেন্ট লাইন PQ এর PQ বিন্দুদ্বয়ের x স্থানাঙ্কের অন্তর শূন্যের নিকটবর্তী হলে তা P বিন্দুতে অঙ্কিত f(x) এর স্পর্শক রেখা। এ সরলরেখার ঢাল, m=limΔx0ΔfΔx =limΔx0[f(x0+Δx)f(x0)Δx]

টেমপ্লেট:কলনবিদ্যা/সংজ্ঞা উল্লেখ্য, P বিন্দুতে স্পর্শক রেখার ঢালই উক্ত বিন্দুতে ফাংশনটির ঢাল (slope).

কোনো বিন্দুতে ফাংশনের পরিবর্তনের হার

কোনো ফাংশন, f(x)-এর লেখচিত্রে অবস্থিত দুইটি বিন্দুর x-স্থানাঙ্কের সাপেক্ষে y-স্থানাঙ্কের পরিবর্তনের হারকে আমরা এভাবে লিখতে পারি, ΔfΔx, যা উক্ত বিন্দুদ্বয়গামী ছেদক সরলরেখার (Secant line) ঢাল। এটি ফাংশনের xস্থানাঙ্কের একটি নির্দিষ্ট ব্যাপ্তির (এক্ষেত্রে Δx) দুই প্রান্তের জন্য পরিবর্তনের হার নির্নয়ের একটি সূত্র।

তবে, আমরা যদি তাৎক্ষণিক পরিবর্তন বের করতে চাই, তবে আমাদের ফাংশনের স্পর্শক সরলরেখার ঢাল বের করতে হবে। কেননা, তাৎক্ষণিক পরিবর্তন হলো অবস্থানের পরিবর্তন, যখন xস্থানঙ্কের পরিবর্তন শূন্যের নিকটবর্তী। অর্থাৎ, তাৎক্ষণিক পরিবর্তন, m=limΔx0ΔfΔx। এক্ষেত্রে আমরা f(x0)=m=limΔx0ΔfΔx লিখতে পারি।

মনে করি নির্দিষ্ট সময়, tএ একটি গাড়ির অতিক্রান্ত দূরত্ব s(t)। তবে আমরা বলতে পারি, নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়, t0-এ ফাংশনের স্পর্শকের ঢাল m=limΔx0ΔfΔx। আমরা জানি কোনো বস্তুর সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। সুতরাং গাড়িটির ক্ষেত্রে ΔsΔt দুটি অবস্থানের মধ্যবর্তী গড় দ্রুতি (Average speed), এবং সময়ের ব্যবধান, Δt শূন্যের কাছাকাছি হলে ΔsΔt হবে তাৎক্ষণিক দ্রুতি।

সুতরাং গাড়ির গতিপথের একটি নির্দিষ্ট বিন্দু P=(t0,s(t0))-এ গাড়িটির তাৎক্ষণিক দ্রুতি হবে

s(t0)=limΔx0ΔsΔt =limΔt0[s(t0+Δt)f(t0)Δt]

অন্তরজের ধারণা

আমরা এতক্ষণ f(x) এর স্পর্শক রেখার ঢাল নির্ণয় করেছি। এ পদ্ধতিতে আমরা যে ঢাল (m) পাই, তা x এর উপর নির্ভর করে, যাকে একটি নতুন ফাংশন f(x) আকারে প্রকাশ করা যায়। কোনো ফাংশনের স্পর্শক রেখার ঢাল নির্ণয় করার পদ্ধতিকে অন্তরীকরণ বলে। একে অন্তরকলন, ব্যবকলন, বা আবকলনও বলা হয়, এবং এ পদ্ধতিতে প্রাপ্ত নতুন ফাংশনটি, অর্থাৎ f(x) কে f(x) এর অন্তরজ বলা হয়।

টেমপ্লেট:কলনবিদ্যা/সংজ্ঞা

কয়েকটি গুরুত্বপূর্ণ বিধি

অন্তরজের সংজ্ঞা ব্যবহার করে কোনো ফাংশনের অন্তরজ নির্ণয় করা অনেক ফাংশনের ক্ষেত্রে একটি সময়সাপেক্ষ কাজ হতে পারে। এক্ষেত্রে, দ্রুততার সাথে কোনো ফাংশনের অন্তরজ নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময়ই কিছু বিধির প্রয়োগ করা হয়। এ সকল বিধি প্রমাণিত এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়। এক্ষেত্রে একই বিধি প্রতিটি সমস্যার সমাধানে নতুন করে প্রমাণ করার প্রয়োজন হয় না। নিম্নে ব্যবকলনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিধি তুলে ধরা হলো:

ধ্রুবক ফাংশনের অন্তরজ

মনে করি, f(x)=c একটি ফাংশন। এই ফাংশনটি একটি সরলরেখা, যা x অক্ষের সমান্তরাল। এ সরলরেখার ঢাল 0। সুতরাং, এর স্পর্শক রেখারও ঢাল 0 হওয়া উচিত?

প্রমাণ:

অন্তরজের সংজ্ঞা অনুযায়ী,

f(x)=limΔx0f(x+Δx)f(x)Δx

মনে করি, সকল x এর জন্য f(x)=c । তাহলে, f(x+Δx)=c । অতএব,

f(x)=limΔx0ccΔx=limΔx00Δx=0; [যেহেতু Δx0]

ধ্রুবক ফাংশনের (অর্থাৎ, যে ফাংশনের ঢাল 0) অন্তরজ 0.

ধ্রুবক গুণিতক বিধি

মনে করি, f(x)=cg(x), যেখানে c একটি ধ্রুব সংখ্যা। এক্ষেত্রে, f(x)=cg(x).

প্রমাণ:

অন্তরজের সংজ্ঞা অনুযায়ী,

f(x)=limΔx0f(x+Δx)f(x)Δx
=limΔx0cg(x+Δx)cg(x)Δx
=limΔx0[c(g(x+Δx)g(x)Δx)]
=climΔx0(g(x+Δx)g(x)Δx)
=cg(x)

f(x)=cg(x), যখন f(x)=cg(x).

অন্তরীকরণের সংযোগ বিধি

f(x)=u(x)±v(x) হলে, f(x)=u(x)±v(x)

প্রমাণ:

এখানে,

f(x)=limΔx0[[u(x+Δx)±v(x+Δx)][u(x)±v(x)]Δx]
=limΔx0[[u(x+Δx)u(x)]±[v(x+Δx)v(x)]Δx]
=limΔx0[u(x+Δx)u(x)Δx]±limΔx0[v(x+Δx)v(x)Δx]
=u(x)±v(x)

অন্তরীকরণের ঘাত বিধি

এই বিধিটি অন্তরীকরণের ক্ষেত্রে বহুল ব্যবহৃত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধিসমূহের একটি। মনে করি, f(x)=xn, তবে, f(x)=nxn1.

প্রমাণ:

দ্বিপদী উপপাদ্য অনুসারে, (x+Δx)n =xn+nxn1Δx+O((Δx)2), যেখানে O((Δx)m) হলো (Δx)k সম্বলিত পদসমূহের সমষ্টি, যখন m<kn । এখন,

f(x) =limΔx0f(x+Δx)f(x)Δx
=limΔx0(x+Δx)nxnΔx
=limΔx0xn+nxn1Δx+O((Δx)2)xnΔx
=limΔx0Δx(nxn1Δx+O(Δx))Δx
=limΔx0(nxn1Δx+O(Δx)) =nxn1

f(x)=xn হলে, f(x)=nxn1.

[এই বিধি n এর সকল বাস্তব মানের জন্য সত্য, তবে এখানে শুধুমাত্র n এর জন্য প্রমাণ দেখানো হলো, পরবর্তীতে সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের অন্তরজ অংশে n এর জন্য প্রমাণ দেখানো হবে।]

উদাহরণ

অন্তরীকরণের কয়েকটি উদাহরণ নিম্নরূপ:

টেমপ্লেট:কলনবিদ্যা/উদাহরণ এতক্ষণ আমরা দেখেছি কিভাবে f(x)=1x এর অন্তরজ নির্ণয় করতে হয়। এর জন্য আমাদের একটুখানি বীজগণিত এবং লিমিটের কিছু ধারণার প্রয়োগ করতে হয়েছে। পূর্বে প্রমাণিত (যদিও এই কেইসটি প্রমাণ করা হয় নি) ঘাত বিধি প্রয়োগ করেও এ সমস্যার সমাধান করা যায়।

যদি কোনো ফাংশনের একটি নির্দিষ্ট বিন্দুতে ফাংশনটির অন্তরজ কত তা নির্ণয় করতে হয়, তাহলে আমরা শুধুমাত্র সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করেই ওই বিন্দুতে ফাংশনটির অন্তরজ বের করতে পারবো। টেমপ্লেট:কলনবিদ্যা/উদাহরণ টেমপ্লেট:কলনবিদ্যা/বিকল্প সমাধান

টেমপ্লেট:কলনবিদ্যা/উদাহরণ

টেমপ্লেট:কলনবিদ্যা/উদাহরণ

টেমপ্লেট:Status টেমপ্লেট:বইয়ের বিষয়শ্রেণী