নাক্ষত্রিক জ্যোতির্বিজ্ঞান/শক্তি উৎপাদন

testwiki থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

তারায় শক্তি উৎপাদিত হয় বিভিন্ন প্রক্রিয়া। শক্তি হারানোরও প্রক্রিয়া রয়েছে। শক্তি উৎপাদনের কথা বলতে গিয়ে আমরা যে রাশিটি ব্যবহার করি তা হচ্ছে এমিসিভিটি, গ্রিক অক্ষরে ϵ. শক্তির নিত্যতা সমীকরণ অনুসারে,

dLrdr=4πr2ρϵ

যেখানে এমিসিভিটিকে নিচের সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়,

ϵ=ϵg+ϵNϵν

যেখানে ϵg প্রতি একক সময়ে তারার প্রতি একক ভর থেকে বিকিরিত মহাকর্ষীয় শক্তির পরিমাণ এবং ϵN প্রতি একক সময়ে প্রতি একক ভর থেকে নিসৃত নিউক্লীয় শক্তির পরিমাণ নির্দেশ করে। নিউট্রিনো উৎপাদনের মাধ্যমে তারা শক্তি হারায়। সুতরাং প্রতি একক সময়ে প্রতি একক ভর থেকে উৎপাদিত নিউট্রিনো শক্তির পরিমাণকে মোট শক্তি থেকে বিয়োগ করা হয়েছে। নিউক্লীয় বিক্রিয়ার সময় তারার কেন্দ্রে নিউট্রিনো উৎপন্ন হয় এবং নিউট্রিনোগুলো সহজে বিক্রিয়া বা মিথস্ক্রিয়া করে না বলে তারা থেকে বেরিয়ে যেতে পারে।

টেমপ্লেট:বইয়ের বিষয়শ্রেণী